UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতা বকুলের সহযোগিতায় জোড়াগেট পশুহাটে ছাত্রদলের স্বাস্থ্য সুরক্ষা টেন্ট

koushikkln
জুলাই ১৬, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাকালে ঈদুল আযহায় জোড়াগেট কোরবানি পশুহাটে আগতদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাটের অদূরে মহানগর ছাত্রদলের উদ্যোগে স্থাপিত হয়েছে টেন্ট। যেখান থেকে হাটে আগতদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হবে। এছাড়া হাটে প্রবেশের আগে ও বের হওয়ার পরে গ্রাহকরা এখান থেকে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিতে পারবেন। মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ দিনব্যাপি পর্যায়ক্রমে এখানে দায়িত্ব পালন করবেন এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বিষয়ে উদ্বুদ্ধ করবেন।
শুক্রবার ( ১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। চলবে আগামী পাঁচ দিন। বিএনপির কেন্দ্রীয় নেতা, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় ও দিকনির্দেশনায় মহানগর ছাত্রদল এ কর্মসূচি পালন করছে।
নগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্ব এবং সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সঞ্চালনায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আব্দুল আজিজ সুমন, আব্দুল মান্নান মিস্ত্রি, নেহিবুল হাসান নেহিম, ফারুক হিল্টন, জসীমউদ্দিন ডেভিড, শওকত আলী লাবু বিশ্বাস, সোহেল রানা, ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েতুল্লাহ দীপু, কাজী আসিফুর রহমান, মনিরুল ইসলাম, স্বপন রহমাতুল্লাহ, পারভেজ হাসান মিজান, আলী আকবর, তরিকুল ইসলাম নকিব, সর্দার মহিম উল হক, মোঃ ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার, রাজু, পপিন, টুটুল, সিফাত, নাজীম, ইমরান, রায়হান, আসাদুল, বেল্লাল, জহির, আরমান, মারজান, রবিউল, রনি, সাজীদ, তালীম, রাকিব, অন্তিম বিশ্বাস, রিপন, সাগর, পাপ্পু, অপূর্ব, ইয়াসিন, রাব্বি, নিবিড়, রাজ, ইসমাইল, জুইন, সোহাগ, ইসমাইল, আকাশ, আসিক, সাজ্জাদ, শুভ, তাজ, ফাহিম, সালাহউদ্দিন, বকতিয়ার, আশরাফুল, সজীব, তানভীর, আরিফ প্রমুখ।
সাবেক ছাত্রদল নেতা কামালের মায়ের মৃত্যুতে শোক : খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের মাতা মোসাম্মাৎ তানজিলা বেগম (৬৩) শুক্রবার ভোরে নগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বাদ জুম্মা স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক গাজী সালাহউদ্দিনের পিতা আলহাজ আহমেদ হোসেন গাজী (৮৯) বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাজা শেষে গোয়ালখালি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এস এম কামাল হোসেনের মাতা এবং গাজী সালাহউদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতার হলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, নেহিবুল হাসান নেহিম, ইসতিয়াক হোসেন ইস্তি, তাজিম বিশ্বাস, শামসুন নাহার লিপি, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, তারিকুল ইসলাম তারেক, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, জুবের আলম তুয়াজ, সোহেল রানা, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল হোসেন প্রমুখ।