UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা অঞ্চলে সেখ জুয়েল মানবিক পুরুষ : বাবুল রানা 

koushikkln
জুলাই ১৬, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, খুলনা অঞ্চলে কোন মানুষ বিনা চিকিৎসায় এবং খাদ্যাভাবে মারা যাবে না ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত যোগ্য সংসদ সদস্য সেখ জুয়েলের নেতৃত্বে খুলনাঞ্চলে ফ্রি স্বাস্থ্য সেবা ও কর্মহীনদের খাদ্য সরবরাহ দেয়া হচ্ছে। তিনি বলেন, বিশ^ মহামারীতে উন্নত দেশ যখন রাষ্ট্র পরিচালনায় হিমসিম খাচ্ছে তখন শেখ হাসিনা তাঁর যোগ্যতা দিয়ে বাংলাদেশের মানুষকে আগলিয়ে রেখেছেন। সেখ সালাহ উদ্দিন জুয়েল মানবিক পুরুষ হিসেবে খুলনা অঞ্চলে সার্বিক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই কার্যক্রম সকলের সহযোগিতা করতে হবে।
শুক্রবার (১৬ জুলাই) নগরীর ১৯, ২৫, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র মানবিক ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সকল ওয়ার্ডে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে মো. জাহিদুল হক, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, ফেরদৌস হোসেন লাবু, ও বাবুল সরদার বাদল। সভা পরিচালনা করেন যথাক্রমে মো. মোতালেব মিয়া, সরদার আব্দুল হালিম, আযম খান। এসময়ে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, মহানগর আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, যুুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন, সংসদ সদস্যের এপিএস ড. সাঈদুর রহমান, আউয়াল হোসেন ছোটন, আলমগীর মল্লিক, সাবিহা ইসলাম আঙ্গুরা, রেখা খানম, মোল্লা ইখতিয়ার উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময়ে প্রত্যেক ওয়ার্ডে দুই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।