পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষে শনিবার (১৭ জুলাই) সকালে প্রেসক্লাব ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় করোনার কারনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গঠন তন্ত্রের আলোকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে এফএমএ রাজ্জাককে সভাপতি, তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজকে সহ-সভাপতি এবং এম মোসলেম উদ্দীন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে বর্তমান কমিটির সকলের পদ-পদবি বহাল রেখে দুই বছর মেয়াদি ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি আগামি ২বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক, ইমদাদুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিভাসেন্দু সরকার, প্রচার ও প্রকাশানা সম্পাদক প্রমথ রঞ্জন সানা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম। সভায় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দুইটি নির্বাহী সদস্য পদ পরবর্তী সভায় পুরণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার জন্য প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়।