UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাপার কর্মসূচি

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আগামীকাল শনিবার (২০ মার্চ) জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৯১তম জন্ম বার্ষিকী। এ দিনটি স্মরণ করে রাখতে খুলনায় জাতীয় পার্টি নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, দিনব্যাপী ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে কোরআনখানি, দুপুরে দোয়া ও বিকেলে কেক কাটা এবং আলোচনা সভা। জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধু এ তথ্য জানান। এদিকে আড়ংঘাটা থানার জাপার উদ্যোগে সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান থানা জাপার সদস্য সচিব ও আড়ংঘাটা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ রাসেল হোসেন।
উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান। দীর্ঘ নয় বছর আঁঁকড়ে থাকার পর নব্বইয়ে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়েন। এরশাদের জন্ম ১৯৩০ সালে ভারতের কুচবিহার জেলার দিনহাটায়। ভারত ভাগের পর বাবা-মায়ের সঙ্গে পূর্ব পাকিস্তানে আসেন। একাত্তরের ২৫ মার্চ ছুটিতে পূর্ব পাকিস্তানে অবস্থান করছিলেন, ছুটি শেষে ফিরে যান পশ্চিম পাকিস্তানে। সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৩ সালে পাকিস্তান থেকে দেশে ফেরার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দু’জনই তাঁকে সেনাবাহিনীতে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু এরশাদকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেন। জিয়া রাষ্ট্রপতি হয়ে এরশাদকে সেনাপ্রধান করেন।

(ঊষার আলো-এমএনএস)