ঊষার আলো রিপোর্ট: নড়াইলে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবারসহ একজনকে গ্রেফতার করেছে র্যাপিড একশান ব্যাটালিয়ন (র্যাব-৬)।
র্যাব-৬ সূত্র জানায়, শুক্রবার (২৩ জুলাই) রাত পৌনে চারটার দিকে খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, নড়াইল জেলার নড়াগাতি থানাধীন দক্ষিণ যোগানিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র/মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন দক্ষিণ যোগানিয়া গ্রামস্থ দক্ষিণ যোগানিয়া মোড় সংলগ্ন জনৈক সাকায়েত মোল্লার মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী নুর আলম মোল্লা (২৪), পিতা-মৃত-ইয়ার আলী মোল্লা, মাতা-শামীমা আক্তার, সাং-যোগানিয়া, চরপাড়া, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল’কে গ্রেফতার করে।এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার (আগ্নেয়াস্ত্র), তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নড়াইল জেলার নড়াগাতি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।