UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে নৌকাডুবি : ১১ জেলে উদ্ধার

usharalodesk
জুলাই ২৮, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ডুবতে থাকা ফিশিং বোট থেকে ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার(২৮জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে এফভি জিহাদ নামের একটি ফিশিং বোট ভোলার মনপুরা হতে ১১ জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে গমন করে। আনুমানিক সন্ধ্যা ৭টায় ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন সারিকাইত চৌকাতলী থেকে ৩ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবতে থাকে। খবর পেয়ে বিসিজি আউটপোস্ট সারিকাইত দ্রুত ঘটনাস্থলে পৌছে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট সারিকাইতে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। এরপর উদ্ধারকৃতদেরকে বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)