UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পরলোকে বরেণ্য কথা সাহিত্যিক প্রফেসর অচিন্ত্য ভৌমিকের স্ত্রী মিতা ভৌমিক

koushikkln
জুলাই ২৯, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বরেণ্য কথা সাহিত্যিক প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক এর স্ত্রী নমিতা ভৌমিক(মিতা বৌদি) আর নেই।  তিনি বুধবার দিবাগত  (২৮ জুলাই) রাত দেড়টার দিকে পরোলোকগমণ করেন।  মিতা ভৌ্মিক করোনায় আক্রান্ত হলে গত ১৭ জুলাই খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।এবং অবশেষে জীবনের কাছে হার মেনে চলে গেলেন।

উল্লেখ্য, গত ২৮ মে’২১ রাত্র ১১. ২০ মিঃ সময়ে একই হাসপাতালে তাঁর স্বামী কথা সাহিত্যিক অচিন্ত্য কুমার ভৌমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত শ্রদ্ধেয়া নমিতা ভৌমিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ,বাংলাদেশ গণশিল্পী সংস্হার জেলা শাখা, দৌলতপুর থানা শাখা ও ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।