UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হট্টোগোল বাকবিতন্ডা আর প্যানা ছেড়ার মধ্যদিয়ে এরশাদের জন্মদিনের অনুষ্ঠান পণ্ড

usharalodesk
মার্চ ২০, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হট্টোগোল ও বাকবিতন্ডা আর প্যানা ছেড়ার মধ্যদিয়ে পণ্ড হয়ে গেল মহানগর যুবসংহতির সভাপতি তোবারেক হোসেন তপুর নেতৃত্বে আয়োজিত নানা অনুষ্ঠান মালা। শনিবার (২০মার্চ) সন্ধ্যায় ডাকবাংলা দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মহানগর যুবসংহতির সভাপতি তোবারেক হোসেন তপু বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী পালন করার জন্য মহানগর যুবসংহতির ব্যানারে শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় ডাকবাংলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। যথারীতি তিনি সভার পিছনে প্যানা ঝুলিয়ে দেন। কিন্তু এমন সময় মহানগর যুবসংহতির সাঃ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে তাদের প্যানা ছিড়ে ফেলা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরিস্থিতি অবনতি হলে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। একপর্যায়ে তপু প্রোগ্রাম না করেই দলীয় কার্যালয় ত্যাগ করেন বলে তিনি অভিযোগ করেন। যুবসংহতির নেতা মাসুদ রানা একই অভিযোগ করে বলেন, কেক কাটা নিয়েই এই হট্টোগোলা আর ধাক্কাধাক্কি ও প্যানা ছেড়ার ঘটনা ঘটেছে। সম্পূর্ণ খামখেয়ালী ভাবে সাইফুলের নেতৃত্বে এমন নেক্কারজনক ঘটনাটি ঘটলো বলে তিনি দাবী করেন। তিনি বলেন, প্যানা ছিড়ে তা পা দিয়ে পাড়িয়েছে তারা। ওই প্যানায় পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতাদের ছবি ছিল। এ ব্যাপারে রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ সময় সদর থানার এসআই শাহ নেওয়াজের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে বলে তিনি জানান। তবে এসব অভিযোগ অস্বীকার করেন মোল্লা সাইফুল ইসলাম। এ ব্যাপারে সদর থানার ওসি জানান, রাত ১০টা পর্যন্ত এ ব্যাপারে কোন পক্ষই থানায় অভিযোগ দাখিল করেননি।

(ঊষার আলো-এমএনএস)