UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

usharalodesk
মার্চ ২১, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ হতে জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধির প্রতি অধিকতর যত্নশীল হওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানার কারণন খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, স্বাস্থ্যবিধি সঠিকভাবে প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে আগামীকাল থেকে জেলায় বিশেষ অভিযান চলবে। বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলার পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শকের স্বল্পতার বিষয়ে সভায় দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা প্রশাসক জানান, সকল দপ্তরের সরকারি উন্নয়ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়নে এসডিজির বিষয়টি মাথায় রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদী তীরবর্তী অবৈধ স্থাপনা চিহ্নিতকরণের কার্যক্রম চলমান আছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১১ এপ্রিল খুলনা জেলার নয়টি উপজেলার ৩৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আলমসহ সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)