UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর ব্লক মার্কেটে প্রায় ৩১ কোটি টাকার লেনদেন কমেছে

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ মঙ্গলবার (৩ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির ৩০ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩১ কোটি টাকা কম।

আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির ৬১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়।

জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে আছে সাউথইস্ট ব্যাংক। কোম্পানিটির মোট ৪ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার টাকার এইচআর টেক্সটাইল ও তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে রেনেটা ফার্মার।

(ঊষার আলো-এফএসপি)