UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিণের মাংসসহ শিকারী আটক

koushikkln
আগস্ট ৩, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১০ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) রাত ৯টার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের কয়রা বিসিজি স্টেশনের একটি টহল দল খুলনা কয়রা উপজেলার ঘড়িলাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংসসহ মোঃ আল-আমিন হোসেন (২১) নামে এক শিকারীকে আটক করে। আটককৃত ব্যাক্তি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ১০নং সরা লক্ষীখোলা গ্রামের মুসা ঢালীর পুত্র।

কোস্টগার্ড সূত্র জানায়, জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।