ঊষার আলো প্রতিবেদক : খুলনায় জাতীয় পার্টি (জাপা)’র সাবেক এমপি আবুল হোসেনের ভাইপো এরশাদুল জামান ডলার (৫৫) অজ্ঞাত দুর্বত্তের হামলায় আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আমতলা মোড়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এ সময় তিনি বাড়ি থেকে রিক্সাযোগে শহরের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে এসে তাঁর রিক্সা থামিয়ে তার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথািমক চিকিৎসা ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরশাদুল জামান ডলার জাপার অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির খুলনা জেলার সাধারণ সম্পাদক ও নিরালা আমতলা হাজীবাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।