UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৪ মৃত্যু

ঊষার আলো
আগস্ট ৫, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার ২ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ৩ ও  শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ১জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন  ১২৩ জনের মধ্যে রেড জোনে ৪৭ জন,  ইয়ালো জোনে ৪৫ জন ও আইসিইউতে ২০ জন রয়েছে।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তি হলেন, সোনাডাঙ্গা থানা এলাকার মমতাজ বেগম (৫৫)। চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ২৯ জন। এর মধ্যে ১১ জন পুরুষ ও ১৮ জন নারী।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আর    আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।

গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ৭ জন। আর এদিনে নতুন করে ভর্তি হয়েছেন ৬জন।

(ঊষার আলো-আরএম)