UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউন চলাকা‌লে ব্যাংক বন্ধ রবিবার

ঊষার আলো
আগস্ট ৫, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়া‌নো হয়েছে। লকডাউন চলাকা‌লে রবিবার ব্যাংক বন্ধ থাকবে। তবে, সোমবার এবং মঙ্গলবার লেনদেন চলবে। ওই ২ দিন লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত। বৃহস্পতিবার(৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর লকডাউন চলছে যা ৫ আগস্ট শেষ হচ্ছে। এই বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আজ বৃহস্পতিবার।

(ঊষার আলো-আরএম)