UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় করোনায় আরও ৫ জনের প্রাণহানি

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত সময়ে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছে।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৪ জনের ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের গত ২৪ ঘন্টায় মৃত চারজন হলেন, খুলনা সদরের মোশাররফ হোসেন (৮৪), বটিয়াঘাটার ওসমান (৭০), বাগেরহাট সদরের শাহনাজ (৫৩) এবং সাতক্ষীরা আশাশুনির মোশাররফ (৭৫)। হাসপাতালে চিকিৎসাধীন ১১২ জনের মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হন ১৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তি হলেন, যশোরের শেখ জামিরুল ইসলাম (৬৫)। হাসপাতালের করোনা ইউনিটে ৩৯ জন ভর্তি রোগীর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

(ঊষার আলো-আরএম)