UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে গাঁজা, ইয়াবা ও চোলাই মদসহ আটক-৭

ঊষার আলো
আগস্ট ২৩, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও চোলাই মদসহ ৭ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) কেএমপির সূত্র জানায়, রবিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত সময়ে মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মাসুম মিয়া (৩৩), মোঃ বাবুল হোসেন(৩২), মোঃ শাহাজাদা(৩২), সিরাজুল ইসলাম ওরফে ইবাদত (৩০), মোঃ শুকুর আলী (২৫), সজল আহম্মেদ(২২), এবং কিশোর অপরাধী মিরাজ তালুকদার(১৭)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা দায়ের হয়েছে।