ঊষার আলো ডেস্ক : নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬৯ পিস ইয়াবা এবং ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন, নগরীর লবণচরা থানার মৃতঃ মোক্তার মুন্সির ছেলে মোঃ আফজাল মুন্সি (৫০), নিরালা আবাসিক এলাকার মোঃ ইসলাম উদ্দিন শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম সেন্টু (২৮), সোনাডাঙ্গা মডেল থানা বসুপাড়া বাঁশতলা এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ আতিক মাহমুদ (২৫), নড়াইল জেলার কালিয়া থানার ব্যাপারীপাড়া এলাকার আইয়ুব আলী গোলদারের ছেলে রিফাত গোলদার (২৩), ডালমিল এলাকার মোঃ নিজামের ছেলে হৃদয় খান (২১), শেখপাড়া স্টাফ কোয়াটার এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ মঈনুল ইসলাম শান্ত (২৪), ময়লাপোতা মোড় এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ ওশান ইসলাম (২২), একই এলাকার মোঃ সরোয়ার ইসলামের ছেলে মোঃ সানবীর ইসলাম (২১), বি কে রায় রোডের মোঃ দিদার হোসেনের ছেলে রাহাত হোসেন (২১), দৌলতপুরের দক্ষিণ পাবলা এলাকার মৃত: চিত্ত সরকারের ছেলে জয় গোপাল সরকার (১৭), কয়রা উপজেলার কাছারীবাগ এলাকার মোঃ কুদ্দুস গাজীর ছেলে মোঃ মামুন গাজী (৩০), আড়ংঘাটা থানার রায়ের মহল মধ্যপাড়া এলাকার মোঃ রমজান শেখের ছেলে মোঃ আবুল শেখ (২২) এবং রেলওয়ে হাসপাতাল রোড ভাষানী মার্কেট এলাকার মৃত: মোক্তার মুন্সির ছেলে মোঃ আফজাল মুন্সি (৫০)।
(ঊষার আলো-এমএনএস)