UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার দুই হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ২৬, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ১ জনের মৃত্যু হয়। তবে, এদিনে খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগী মারা যায়নি। এদিকে, খুলনার এই ৫ হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি হলেন, নগরীর ৫নং ঘাট এলাকার মনজিলা বেগম। অপরদিকে, খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তি হলেন, কচুয়ার মহিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান শেখ।

(ঊষার আলো-আরএম)