ঊষার আলো প্রতিবেদক : প্রচুর দর্শকের আগমনে খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা বইপ্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। মঙ্গলবার (২৩ মার্চ) ছিল মুজিববর্ষ একুশে বইমেলার ৫ম দিন।
বিকাল ৪টায় বইমেলার মঞ্চে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের আসরের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনায় বঙ্গবন্ধু সাংস্বৃতিক জেট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শকশ্রোতা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম. শরিফ উদ্দীন টিটো, এস এম শাহারুজ্জামান ও আনিসুর রহমান। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
(ঊষার আলো-এমএনএস)