UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেরুতে শ্রমিক বহনকারী বাস ডুবে ১৫ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ২৮, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পেরুর অপুরিমাক অঞ্চলের কোটাবাম্বাস প্রদেশে একটি তামার খনির কাছে শ্রমিক বহনকারী বাস ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) এ দুর্ঘটনাটি ঘটে।

ওই বাসটি ২০০ মিটার (৬৫৬ ফুট) নিচে পড়ে গেছে। পেরুতে যেসব দুর্ঘটনায় বাসগুলি পাহাড়ের ওপর থেকে পড়ে যায় সেটি পরবর্তিতে আর খুঁজে পাওয়া যায় না।

উল্লেখ‌্য, ২০১৮ সালে, রাজধানী লিমার উত্তরের উপকূলীয় মহাসড়কের পাশে একটি পাথুরে সৈকতে একটি পাহাড় থেকে ১০০ মিটার (৪২ ফুট) নিচে পরে অন্তত ৪৮ জন নিহত হয়েছিলেন। ২০১৭ সালের নভেম্বরে দক্ষিণ আন্দিজের সেতু থেকে একটি বাস নদীতে পড়ে ২০ জন নিহত হন। ২০১৬ সালে স্থল পরিবহন দুর্ঘটনায় ২৬০০ এরও বেশি মানুষ মারা গেছে।

(ঊষার আলো-আরএম)