UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোমনিতে ১২০০ দু:স্থ মানুষকে বিসিকের খাদ্য বিতরণ

koushikkln
আগস্ট ৩০, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক হাজার দুইশত দু:স্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সহযোগীতায় শিরোমনি বিসিক শিল্প এলাকায় এ খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
বিসিক আঞ্চলিক পরিচালক কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুল রহমান খান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, বিসিক জেলা কার্যলয়ের ডিজিএম মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফিরোজ ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম প্রমুখ।