ঊষার আলো ডেস্ক : নগরীর সোনাডাঙ্গা মজিদ স্বরণীর রহিম প্লাজায় অবস্থিত আল-আকসা মার্কেটে একটি ফ্যাশন হাউসে আগুন লেগেছে। আজ (বৃহস্পতিবার) সকালে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে খুলনা ফায়ার সার্ভিস কর্মীরা ।
সূত্র জানায়, আজ (বৃহস্পতিবা্র) সকাল সোয়া ৭ টায় বাদল খান নামে জনৈক ব্যক্তি ইজিবাইকে করে টুটপাড়ার দিকে যাচ্ছিলেন। তখন তিনি আর্টিস্ট ফ্যাশন এর শো রুমে আগুনের লেলিহান শিখা দেখতে পান। সাথে সাথে তিনি ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে আর্টিস্ট ফ্যাশনের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ও খুলনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ম্যানেজার সাইফুলের দাবি।
খুলনা সদর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা সাঈদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত তদন্ত না করে বলা সম্ভব নয়। বয়রা ও খুলনা সদরের ৬ টি ইউনিট একসাথে আগুন নেভানোর কাজ করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আগুন ছড়াতে পারেনি।
(ঊষার আলো-আরএম)