UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী’র মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ২, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সাথে স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ( বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেন।

নিহতরা হলেন, স্বামী খান মোহাম্মদ শাওন (৩৫) এবং তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের পুত্র। তাদের চার বছরের একটি কন্যা রয়েছে।
জানা গেছে, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে ৩/৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। যেটি ওই বাড়ির বারান্দা ঘেষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে যায়। তাতেই স্পৃষ্ঠ হয়ে মারা যান স্বামী-স্ত্রী বলে এবিষয়টি নিশ্চিত করেন বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

এবিষয়ে বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন জানান, গত ৪ মাস আগে শাওন মাসিক ৩ হাজার ৮শ’ টাকা ভাড়ায় তার বাড়ির ৩য় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোন্দলে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিল। আর সেই রড বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে তিনি ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।

(ঊষার আলো-আরএম)