UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সা‌বেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনের কারাদন্ড

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা এবং একই ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য রোকসানা পারভীন। এ বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক বিজন রায়।
উল্লেখ্য, উক্ত আসামিরদ্বয় ত্রাণের ৪ হাজার মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় গত ২০১১ সালের ১৮ আগস্ট এ ঘটনায় মামলা দায়ের হয়। তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম মামলার এজাহার করেছিলেন।
দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মামলাটি তদন্ত করেছিলেন। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ দীর্ঘ তদন্ত শেষে প্রমাণিত হওয়ায় জেল-জরিমানা করা হয়। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের জেলহাজতে পাঠানো হয়।

(ঊষার আলো-এমএনএস)