ঊষার আলো প্রতিবেদক : জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের খালিশপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্লাটিনাম শ্রমিক ইউনিয়নে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নির্মাণ শ্রমিক শেখ মো. নাজমুল হোসেনকে আহবায়ক ও মো. ইব্রাহিম শেখকে সদস্য সচিব করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহবায়ক মো. রানা সরদার, মো. ওয়াসিম হোসেন ও মো. মানজাল মোল্লা।
নির্মাণ শ্রমিক নেতা ইব্রাহিম শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সহ-সভাপতি মো: খলিলুর রহমান। অতিথি ছিলেন শ্রমিক নেতা জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সদস্য কৌশিক দে বাপী, ছাত্রমৈত্রীর খালিশপুর থানা সভাপতি নাজমুল আহসান বাবু ।
নির্মাণ শ্রমিক ফেডারেশনের নব নির্বাচিত কমিটির সদস্য হলেন মো: শমসের শাহ, মো: শামীম সরদার, মো: হাসান সিকদার, মো: মানিক হাওলাদার, নুরুল আজম সুজা, মো: আল আমিন, মিঠু গাজী, মো: রিপন খান, মো: আলম শেখ, মো: দেলোয়ার হোসেন, মো: রনি, মো: ইব্রাহিম মোল্লা, মো: শাকিল আহম্মেদ, মো: জনি ও মো: আমিনুর প্রমুখ।