UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ উপলক্ষ্যে নানা কর্মসূচি 

usharalodesk
মার্চ ২৫, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আগামী ২৭ মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা সার্কিট হাউজ সংলগ্ন মাঠে কর্মসূচির উদ্বোধন ও র‌্যালি, ১১টায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ বিষয়ে আলোচনা সভা, দুপুর ১২টায় উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, বেলা একটায় স্টল পরিদর্শন, বিকাল চারটায় তরুণদের জন্য জাতির পিতার জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্যসমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৮ মার্চ সকাল ১০টায় ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, দুপুর ১২টায় শিক্ষার্থী ও তরুণদের জন্য উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বেলা আড়াইটায় স্থানীয় বিভিন্ন উন্নয়নচিত্র প্রদর্শনী, বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাঁচটায় সমাপনী অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-আরএম)