ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং ৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বয়রা মাদ্রাসা রোড এলাকার অশোক কুমার দাসের পুত্র মোহন কুমার দাস(৩৫), লবনচরা দক্ষিণ মোহাম্মদ নগর এলাকার মৃত: বোরজু সর্দারের পুত্র মোঃ রাকিব সর্দার(৪৭), পাইকগাছা দেলুটি ইউনিয়নের পার মধুখালী এলাকার ঠাকুর দাস বৈরাগীর পুত্র চিন্ময় বৈরাগী(২২), খালিশপুর দুর্বার সংঘ ক্লাব রোড এলাকার শাহজাহান তালুকদারের পুত্র মিলন তালুকদার(৩০), এবং মেহেরপুর মুজিবনগর ভবেরপাড়া এলাকার খোকনের পুত্র তূর্য খান(২২)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)