ঊষার আলো প্রতিবেদক : দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে “কাভিড-১৯ প্রভাব প্রতিরোধে দলিত যুবদের কর্মসংস্থানের সৃষ্টিতে করণীয় শীর্ষক” এ্যাডভোকেসী সভা আয়োজন করা হয়। দলিতের দৌলতপুরের কেদারনাথস্থ প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ.কে.এম মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সম্প্রীতি ফোরামের নির্বাহী সদস্য মোঃ সাবির খান। ইউকেএইডের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দলিত ও সম্প্রীতি ফোরামের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত এ্যাডভোকেসী সভায় অংশগ্রহন করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ.কে.এম মনিরুল ইসলাম, মোঃ আতিকুজ্জামান, সি.আই বিদ্যুৎ কুমার মন্ডল, প্রণব কুমার সাহা, খান মোঃ দেলোয়ার হোসেন, ইন্সট্রাক্টর এস. এম. রফিকুল ইসলাম, প্রধান সহকারী মোঃ আতিকুর রহমান, সম্প্রীতি ফোরাম এর নির্বাহী সদস্য মোঃ সাবির খান, সদস্য সালমা জাহান মনি, কৃষ্ণা দাশ, নারায়ণ চন্দ্র দাস, দিপক সরকার, রাধা রানী দাস, অশোক কুমার দাস, মল্লিকা দাস, সভাপতি, দলিত কমিউনিটি সংঘ, দলিত সংস্থার পক্ষে শিব প্রসাদ দাশ, হিসাব ও মানবসম্পদ বিভাগ প্রধান এবং দলিতের বিকাশ কুমার দাশ, প্রকল্প সমন্বয়কারী জুলি বাড়ৈ, লক্ষ্মী দাস উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-এমএনএস)