UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ডিএসইর লেনদেন কমেছে

usharalodesk
সেপ্টেম্বর ২০, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির ২২ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৬ কোটি টাকা কম।

আগের দিন ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানির ৫৮ কোটি ৯৩ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছিল।

জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে আছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজাট টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৩ লাখ ৫০ টাকার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭০ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের।

(ঊষার আলো-এফএসপি)