UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামী আটক

ঊষার আলো
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সাতক্ষীরা জেলার দেবহাটায় স্কুল ছাত্রী পূর্নিমা দাসকে (১৬) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় অভিযুক্ত প্রেমিক পার্থ মণ্ডলকে আটক করেছে পুলিশ।

ভারতে পালানোর চেষ্টাকালে শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ জানান, মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করে ভারতে পালানোর প্রস্তুতিকালে কাথন্ডা সীমান্ত থেকে পার্থকে আটক করা হয়।

গত শুক্রবার রাতে নিহত পূর্নিমার বাবা শান্তি দাস বাদী হয়ে ডায়াগনস্টিক কর্মচারী পার্থ মণ্ডলকে আসামি করে সাতক্ষীরার দেবহাটা থানায় ধর্ষণ এবং হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর ১১/২১।

এরআগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন পূর্ণিমা দাশ। এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে। ২৪ সেপ্টেম্বর দেবহাটা গ্রামের পরিত্যক্ত বাড়ির সবজি ক্ষেত থেকে পূর্ণিমার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। পূর্ণিমার মুখমণ্ডলে অসংখ্য কামড়ানো এবং গলায় ফাঁসের দাগ ছিলো।

(ঊষার আলো-আরএম)