UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৮

ঊষার আলো
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৮ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) কেএমপির সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে ৮জন গ্রেফতার হয়েছে। এসময় এদের নিকট থেকে ৪১৫ পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কৃতরা হলেন, শরণখোলা বুড়িখালী গ্রামের হাসেম হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার(৩৪), দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকার মোঃ ইসারফ শেখের ছেলে রামিম শেখ(২৭) ও একই এলাকার দবির শিকদারের ছেলে নুর ইসলাম(৩২), হরিণটানা জয়খালীর মৃত: বুর্জুক শিকদারের ছেলে শুকুর শিকদার(২৬) ও একই এলাকার নজরুল ইসলাম বাবুর স্ত্রী ফাতেমা বেগম(৩০), দৌলতপুর কুলি বাগান রেল কলোনীর মৃত মতি ঢা্লী ছেলে আজিজুল ঢালী(৪০) ও নুরু শেখের ছেলে শানু ওরফে শাহিন(৩৫) এবং টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা পূর্বপাড়ার ইয়াহিয়া বিশ্বাসের ছেলে মোঃ ইউসুপ বিশ্বাস(৩৩)।

 

(ঊষার আলো-আরএম)