UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্নতা কাজে ট্রলি ভ্যান পেলেন ৬ উপকারভোগী 

koushikkln
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : পরিছন্ন নগরী গড়তে খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় কর্মরত ভ্যান ট্রলি পেল ছয়জন পরিচ্ছন্নতাকর্মী। পানি ও পয়ঃনিষ্কাশন কার্যক্রম ওয়াটার ফার্স্ট প্রকল্পের অধীনে বিনামূল্যে এসব ভ্যান ট্রলি দেয়া হয়। বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রকল্পটি বাবস্তবায়ন করছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উপকারভোগীদের কাছে ভ্যান ট্রলি তুলে দেয়া হয়। ওয়াটার ফার্স্ট প্রকল্পের শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তারের তত্বাবধানে ভ্যান ট্রলি বিতরণকালে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মারুফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুন , মো. মোস্তাফিজুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, নাসরিন আক্তার লিজা প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী আগামীতে এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, খুলনাকে পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে এই উদ্যোগে অগ্রনী ভুমিকা পালন করবে।