UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টিকা না নেয়ায় মার্কিন বিমানসংস্থার ৬শ জন বরখাস্ত

usharalodesk
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনার ভ্যাকসিন না নেওয়াতে ৬শ কর্মীকে বরখাস্ত করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।

এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যেসব কর্মী রাজী হয়নি তাদের কোম্পানি থেকে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিমান সংস্থাটি নিজেদের কর্মীদের জন্য এই টিকা বাধ্যতামূলক করলেও আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মতো অন্যান্য মার্কিন বিমান সেবা সংস্থাগুলো তাদের কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করেনি। যুক্তরাষ্ট্রে মার্কিন বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাঁটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা ১ শতাংশেরও কম।

(ঊষার আলো-আরএম)