UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে ভুয়া জীবনবীমা পলিসিরা হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা

koushikkln
অক্টোবর ২, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে দুই প্রতারক চক্র ভুয়া জীবনবীমা পলিসির নাম করে গ্রাহকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে লাপাত্তা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, জীবনবীমার কর্পোরেশনের কাগজপত্র দেখিয়ে রাজাপুর ৯৫৫শাখার ডিএম আব্দুল্লাহ আল রোমান এবং সাথে থাকা নেছার উদ্দিন সহয সরল মানুষদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তারা কিস্তির টাকার উত্তোলন করে নিজ একাউন্টে গ্রহণ করেন। উপজেলার আমরাজুড়ি গ্রামের মজনু শেখের মেয়ে শাবানার নিকট থেকে ৫০হাজার টাকা, গন্ধর্ব এলাকার ৪হাজার টাকা, উপজেলার বাদলের কাছ থেকে ৫ হাজার টাকা করে অনেকের কাছ থেকেই কিস্তির টাকা উত্তোলন করে নিজ একাউন্টে গ্রহণ করে। খোঁজ নিয়ে জানা যায় এসকল টাকা জীবন বীমা কর্পোরেশন অফিসে কোনো একাউন্টে জমা নেই এবং রশিদও গ্রাহকদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে অভিযোগ করেন আমরাজুড়ি এলাকার গ্রহক সাবানা বেগম কাউখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জীবনবীমা কর্পোরেশনের সহকারি জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।