ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।কেএমপি সূত্র জানায়, ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে খালিশপুর থানা এলাকা থেকে শেখ রাসেল আহমেদ(৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেল খালিশপুর বিআইডিসি রোড এলাকার এম এ ফজরের পুত্র। এ সংক্রান্তে ওই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)