UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা পরিষদের ঠিকাদারের ওপর হামলায় মামলা : আসামী পলাতক

koushikkln
অক্টোবর ৮, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমডি মফিজ উদ্দিনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামী করা হয়েছে সুজনকে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে ভিকটিম নিজে বাদী হয়ে খুলনা সদর থানায় এ মামলা দায়ের করেন। তবে পুলিশ মামলা মূল আসামি সুজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম জেলা পরিষদের একজন প্রথম শ্রেণির ঠিকাদার ও খুলনা জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। ৬ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে জেলা পরিষদের দ্বিতীয় তলায় একটি কাজের ব্যাপারে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের কাছে যান। কাজ শেষে অফিসের ওই কর্মকর্তার রুম থেকে বের হওয়া মাত্র মামলার আসামি সুজনসহ অজ্ঞাত নামা আরও কয়েকজন তার ওপর আর্তকিত হামলা চালায়। সুজন চাপাতি দিয়ে হত্যার উদ্দেশে একটি কোঁপ দিলে তার মাথার ডান পাশের হাড় কেটে যায়। এসময় সুজন তার পকেটে থাকা চার লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সুজনের সাথে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আঘাতে ভিকটিমের ডান চোখ মারাত্মক জখম হয়। এ ঘটনার দু’দিন পর মফিজ সুজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে খুলনা থানা থানায় মামলা দায়ের করেন, যার নং ১০।

মামলার তদন্ত কর্মকর্তা টিপু সুলতান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। সুজনের বাড়িতে বউ ও ছেলে ছাড়া আর কোন পুরুষ মানুষ নেই। একটি টেন্ডারের বিষয়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানাগেছে।

উল্লেখ্য, মফিজ তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক।