UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারলে মরণব্যাধি থেকে ভাল থাকা যায়

koushikkln
অক্টোবর ৯, ২০২১ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উচ্চ রক্তচাপ, হার্ট এটাক, ডায়াবেটিস, স্ট্রোক রোগগুলিতে ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরল অনেক বড় ভূমিকা রাখে। অন্যদিকে এইচডিএল কোলেস্টেরলকে উপকারি কোলেস্টেরল বলা হয়। লাইফস্টাইল পরিবর্তন করে এলডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে উপরোক্ত মরণব্যাধি থেকে ভাল থাকা যায়। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স এসোসিয়েশন খুলনা শাখার আয়োজনে শুক্রবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হল ডিসলিপিডেমিয়ার উপর বৈজ্ঞানিক সেমিনার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. উৎপল কুমার চন্দ। চেয়ারপার্সন ডা. এস এম কামাল এবং কো-চেয়ার ডা. অপু লরেন্স বিশ্বাস। ক্ষতিকারক কোলেস্টেরল এর চিকিৎসার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনায় অংশ নেন ডা. ইসরাইল বিশ্বাস, ডা. মনোজ বোস, ডা. আরশাদুল আজিম, ডা. মো মিজানুর রহমান প্রমূখ। বক্তব্য রাখেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. সওকত আলী লস্কর। সন্চালনার দায়িত্বে ছিলেন ডা. কাজী হাফিজ রহমান বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিপিএমপিএ খুলনা শাখা।

সেমিনারে দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ । আকর্ষণীয় র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।