UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বি‌ষ্ফোরক আইনের মামলায় মামুনুলের জামিন নামঞ্জুর

usharalodesk
অক্টোবর ১০, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বি‌ষ্ফোরক দ্রব্য আইন ও পুলিশ আহতের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ (১০) অ‌ক্টোবর সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে মামুনুলকে হা‌জির করা হয়।

সোনাডাঙ্গা থানার বিস্ফোরক আইনের মামলায় আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন আদালত। এসময় আদালতে মামুনুল হকের জামিন প্রার্থনা করলে নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

জানা গে‌ছে, ২০১৩ সা‌লে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বি‌ষ্ফোরণ ও পু‌লি‌শের ওপ‌রে হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় ২০১৩ সা‌লের ২২‌ ফেব্রুয়া‌রি সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা দা‌য়ের ক‌রেন এসআই আলমগীর কবীর (বর্তমান পু‌লিশ প‌রিদর্শক)। মামলা নং ২৩ (এস‌টি‌সি ৭০/১৫)।

এরপর এসআই মোক্তার হো‌সেন ২০১৫ সা‌লে আদাল‌তে চার্চশিট দা‌খিল ক‌রেন। আজ এ মামলায় স্বাক্ষ‌্য গ্রহ‌নের জন‌্য দিন নির্ধারন ছি‌লো। আদাল‌তের কার্যক্রম শে‌ষে তা‌কে ফের ঢাকায় কারাগারে নেয় হ‌বে।

 

(ঊষার আলো-আরএম)