UsharAlo logo
বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের চেয়েও ৩০ গুণ বেশি দামী যে চা

usharalodesk
অক্টোবর ১০, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বর্ণের চেয়েও দামি চায়ের সন্ধান মিলেছে। আর যার এক গ্রামের দাম স্বর্ণের এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি। এর এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট লাখ টাকারও বেশি। শুনলে খটকা লাগলেও ঘটনা একদম সত্যি। বিশ্বের অন্যতম দামি এ চায়ের নাম ‘দা হোং পাও’।

খুবই বিরল জাতের এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে। সারা বিশ্বের মধ্যে একমাত্র চীনেই এই চায়ের ছ’টি গাছ আছে। বিরল ও উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাও-কে চায়ের রাজাও বলা হয়। ২০০৬-এ চীন সরকার প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে এই ছয়টি চা গাছের। এই এক কেজি চায়ের দাম প্রায় ৮ কোটি ৩০ লক্ষ রুপি। প্রায় তিনশো বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চীনে।

জানা যায়, মূল্যবান এই চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস ও ফ্ল্যাবোনয়েড রয়েছে। স্বাস্থ্যের পক্ষে যা খুবই উপকারী। এই চা প্রতি দিন খেলে ত্বক ভাল থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ পানিতে এ চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম এতটা বেশি।

(ঊষার আলো-এফএসপি)