পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, পৃষ্ঠপোষকতা পেলে এরাও ঘুরে দাঁড়িয়ে হতে পারে দেশের সম্পদ। সুখী সমৃদ্ধিশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে প্রতিবন্ধীদের উপেক্ষা কিংবা অবহেলা নয়, তাদেরকে দেশের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
বুধবার (০৩ মার্চ) সকালে পাইকগাছার ক্ষুদ্র মানব প্রতিবন্ধী আল-আমিন এর পুনর্বাসনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এসব কথা বলেন। উল্লেখ্য, আল-আমিন হচ্ছে এলাকায় বসবাসরত একমাত্র খাটো (ক্ষুদ্র) প্রতিবন্ধী। ব্যবসা পরিচালনার মাধ্যমে আল-আমিনকে সমাজের মূল ¯্রােতধারায় আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও খালিদ হোসেন তাকে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে মহানুভবতার পরিচয় দেন। ইউএনও’র এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।