UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেলারুশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কার

usharalodesk
অক্টোবর ১৯, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার বহিষ্কার হয়েছে বেলারুশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দে বুইয়ান্স দে লাকোস্ত। বেলরুশ সরকার তাকে বহিষ্কার করায় লাকোস্ত এরই মধ্যে বেলারুশ ছেড়ে চলে গেছেন। তবে তাকে বহিষ্কারের কারন এখনও জানা যায়নি। মিনস্কে অবস্থিত ফ্রান্সের দূতাবাসও এ বিষয়ে কোন কিছু বলতে পারেনি।

বেলারুশের গণমাধ্যম জানিয়েছে, প্যারিসে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত ইগর ফেসেনকোকে দেশে ডাক দিয়েছে মিনস্ক। রাষ্ট্রদূত হিসেবে মিনস্কে যোগ দেওয়ার পর থেকে ফরাসি রাষ্ট্রদূত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোরের সাথে কখনও সাক্ষাৎ করেননি। তার পরিচয়পত্রের কপিও জমা দেননি। এর পরিবর্তে, তিনি বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেইয়ের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। ইউরোপের অনান্য দেশের মতো ফ্রান্সও বেলারুশের বিতর্কিত নির্বাচনের জন্য লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে করেনি।

 

(ঊ/আ-আরএম)