UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে খুলে দেওয়া হলো পায়রা সেতু

usharalodesk
অক্টোবর ২৪, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলে দেওয়া হলো পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু। এবার পায়ে হেঁটে ও গাড়িতে সেতুটি পারাপার হচ্ছেন উৎসুক জনতা।

আজ (২৪ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দৃষ্টি নন্দন এ সেতু দিয়ে গাড়ি নিয়ে যেতে পারলে, একটু হেঁটে দেখতে পারলে ভালো লাগতো। তবে, করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না, ‍কিন্তু আশা আছে।

এসময় প্রধানমন্ত্রী পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চল নিয়ে তার সরকারের মেয়াদে বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

২০১৬ সালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর দিয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির শতভাগ কাজ শেষ হয়েছে। এছাড়াও, নদীর তীর রক্ষা প্রকল্পের কাজও শেষ পর্যায়ে রয়েছে। বেশকিছু নিরাপত্তা পিলারও ওই সেতুতে স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে সেতুর কোনো ক্ষতি হলো কিনা সে বিষয়েও মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)