UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সুপারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঊষার আলো
অক্টোবর ২৯, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় জাকির হোসেন(৬৫) নামে সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পত্তাসি গ্রামে এ ঘটনা ঘটে। দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত জাকির বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আমজেদ হোসেন হাওলাদারের পুত্র। তিনি পেশায় ১জন সুপারি ব্যবসায়ী ছিলেন।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ইন্দুরকানির পত্তাসি বাজারে সুপারি রেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানয়ীরা  তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

(ঊষার আলো-আরএম)