UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার হারানো সাইলেন্ট ফোনও খুঁজে দেবে গুগল!

usharalodesk
অক্টোবর ৩১, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ধরেণ মোবাইল ফোনটা হাতেই ছিল একটু আগে। হঠাৎ খুঁজে পাচ্ছেন না ও পরে মনে হলো ফোন তো সাইলেন্ট করা।
এমনটা প্রায়ই হয় আমাদের সাথে। তখন কাজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলার শঙ্কায় কপালে পড়ে চিন্তার ভাঁজ।

এমন অবস্থায় মোবাইলটি খুঁজে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। ফোন যদি সাইলেন্ট মোডেও থাকে তবে মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এ গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন। নিজের জি মেইল সাইন ইন করুন। তখন মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ। এবার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন এবং ‘রিং’ অপশন সিলেক্ট করুন।

এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে বাজতে শুরু করবে। মজার বিষয় হচ্ছে যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ পর্যন্ত ফোনে রিং হতেই থাকবে। বুঝতেই পারছেন গুগল কত সহজেই আপনার ফোনটিকে খুঁজে দিল।
কিন্তু আপনাকে ফোনটি খুঁজে পেতে গুগল তখনই সাহায্য করতে পারবে, যখন আপনার ডিভাইসটিতে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকবে।

(ঊষার আলো-এফএসপি)