ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
বুধবার(৩১ মার্চ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই জন গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট সদরের নাগের বাজার মাঝিঘাট এলাকার মৃত মান্দার মল্লিকের পুত্র মিন্টু মল্লিক(৩৮), এবং রায়ের মহলের মোল্লা ফিরোজ মাহমুদের পুত্র মোল্লা নাজমুস ছাকিব(২৮)। এঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দু’টি মাদক মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)