UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা

koushikkln
নভেম্বর ৯, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৯) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মোহাম্মদ হেলাল (২৫)। সোমবার (০৮ নভেম্বর) রাত ১০টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মোঃ আরিফ আলি সেখের মেয়ে। স্বামী মোহাম্মদ হেলাল খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা। ৫ বছর আগে ২০১৬ সালে প্রেমের সম্পর্কের ভিত্তিতে আরিফার সাথে মোহাম্মদ হেলালের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনদিন আগে গত শুক্রবার স্বামীর সাথে ঝগড়া করে কোলের শিশুকে নিয়ে ফকিরহাট শ্যামবাগাত এলাকায় তার মায়ের ভাড়া বাসায় আসে আরিফা বেগম।

ফকিরহাট থানার ওসি আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম মঙ্গলবার সকালে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ হেলাল পলাতক রয়েছে। হত্যার কারণ নির্ণয় ও অভিযুক্ত মোহাম্মদ হেলালকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করা হয়েছে।