তথ্য বিবরণী : শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সাত দিনের সফরে বুধবার খুলনায় আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১২ নভেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ১৩ নভেম্বর দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সন্ধ্যায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রতিমন্ত্রী ১৪ ও ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ১৬ নভেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।