UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনার ২৫ ইউপিতে যারা নির্বাচিত চেয়ারম্যান 

koushikkln
নভেম্বর ১১, ২০২১ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। পরে শুরু হয় গণনা। রাত সাড়ে ৮ তার দিকে একে একে বেসরকারী ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতিকের শেখ মনিরুল ইসলাম, দামোদার ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতিকের শরিফ মোঃ ভূঁইয়া শিপলু, জামিরা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মনিরুল ইসলাম সরদার ও ফুলতলা সদর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের সতন্ত্র প্রার্থী আবুল বাসার নির্বাচিত হয়েছেন।

রূপসা উপজেলার  নৈহাটি ইউনিয়নে ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ কামাল হোসেন বুলবুল নির্বাচিত হয়েছিলেন। এছাড়া আইচগাতী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতিকের অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতিকের আলহাজ্ব মো: ইসহাক সরদার ও টিএসবি ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতিকের মোঃ জাহাঙ্গীর শেখ নির্বাচিত হয়েছেন।

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতিকের এস কে জাকির হোসেন লিটু, ভান্ডাকোট ইউনিয়নে আ’লীগের  বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো: ওবায়দুল্লাহ শেখ ও সদর ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতিকের পল্লব কুমার বিশ্বাস রুটু নির্বাচিত হয়েছেন।

ডুমুরিয়া উপজেলা  মাগুরখালি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতিকের বিমল কৃষ্ণ সানা, শোভনা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের সুরঞ্জিত বৈদ্য, শরাফপুর ইউনিয়নে চশমা প্রতীকের রবিউল ইসলাম রবি, আটলিয়া ইউনিয়নে আনারস প্রতীকের হেলাল উদ্দিন, গুটুদিয়া ইউনিয়নে ঢোল প্রতিকের তুহিনুল ইসলাম তুহিন, ভান্ডারপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের গোপাল দে, মাগুরাঘোনা ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতিকের রফিকুল ইসলাম হেলাল, রংপুর ইউনিয়নে ঘোড়া প্রতিকের সমরেশ মন্ডল, রুদাঘরা ইউনিয়নে আনারস প্রতিকের গাজি তৌহিদ, ধামালিয়া ইউনিয়নে আনারস প্রতিকের জহুরুল হক, রঘুনাথপুর ইউনিয়নে আনারস প্রতিকের মনোজিত বালা, সাহস ইউনিয়নে আনারস প্রতিকের মাহাবুর রহমান, খর্নিয়া ইউনিয়নে ঘোড়া প্রতিকের শেখ দিদারুল ইসলাম দিদার ও ডুমুরিয়া সদরে চশমা প্রতিকের গাজী হুমায়ুন কবির বুলু নির্বাচিত হয়েছেন।