UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরার সময় আটক ২ঃ কীটনাশকের বোতল, নিষিদ্ধ জাল ও নৌকাজব্দ

koushikkln
নভেম্বর ১৪, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ২ ব্যাক্তিকে আটক করেছে বন প্রহরীরা। এসময় এদের কাছ থেকে জব্দকরা হয় দুইটি কীটনাশকের বোতল, নৌকা,নিষিদ্ধ জাল ও ককসেট।
গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের স্মাট টীম।ওই সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময়  হাতে নাতে আটক করা হয় সাদ্দাম হোসেন(২৬) ও ইয়াসিন শেখ(৩২) নামক দুই ব্যাক্তিকে। আটক দুই ব্যাক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্ধা বলে জানায় বন বিভাগ। সুন্দরবন চাদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এতথ্য নিশ্চিত করে জানান,আটক ব্যাক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে  বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।