UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ১৩ ব্যক্তিকে জরিমানা

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলা সদর, জিরোপয়েন্ট, বোয়ালিয়া মোড় ও রাড়ুলী ইউনিয়নের ষষ্টীতলা বাজার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১৩জনকে বিভিন্ন ধারায় ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন। একই সাথে সর্বসাধারণকে মাস্ক ব্যবহার পূর্বক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

(ঊষার আলো-এমএনএস)